কোভিড-১৯: ঝিনাইদহে উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাস উপসর্গ নিয়ে আরেকজন মারা গেছেন। এ নিয়ে জেলায় সাত জনের মৃত্যু হলো।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 01:21 PM
Updated : 8 July 2020, 01:21 PM

বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান বলে জেলার সিভিল সার্জন সেলিনা বেগম জানান।

মৃত রতন মুন্সি (৪৮) কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের বাসিন্দা।

সিভিল সার্জন সেলিনা বেগম জানান, মঙ্গলবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার সকালে তিনি মারা যান।

তিনি আরও জানান, বুধবার ঝিনাইদহে ১৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩৩৩ জন আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে সাত জন মারা গেছে।

সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র প্রশেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদেরে মধ্যে সদরে ছয় জন, কালীগঞ্জ উপজেলায় চার জন, শৈলকুপায় দুই জন ও মহেশপুর উপজেলায় দুই জন রয়েছে।