রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার অনলাইনে পাঠদান শুরুর সিদ্ধান্ত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 01:00 PM
Updated : 8 July 2020, 01:00 PM

বুধবার দুপুরে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রধান প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান।

মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও ইস্টিটিউটের প্রধানরা অংশ নেন।

প্রভাষ কুমার বলেন, উপাচার্য এম আব্দুস সোবহান মঙ্গলবার ও বুধবার সব বিভাগের সভাপতি, অনুষদের অধিকর্তা ও ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে অনলাইনে সভা করেন। সেখানে অনলাইনে ক্লাসের বিষয়ে বিভাগ ও ইনস্টিটিউটগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, অনলাইনে ক্লাসের ব্যাপারে বিভাগ ও ইনস্টিটিউটগুলো তাদের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের সামগ্রিক বিষয়টি দেখভাল করবে।

প্রভাষ কুমার জানান, বেশির ভাগ শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে যুক্ত করা যাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী। ক্লাস নিতে গিয়ে সমস্যা হলে শিক্ষকরা তাদের অসুবিধার কথা টেকনিক্যাল কমিটির কাছে জানাবেন। তারা ব্যবস্থা নেবেন।

তবে যাদের পক্ষে অনলাইনে ক্লাস করা সম্ভব হবে না তাদের বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।