করোনাভাইরাস: বান্দরবানের সিভিল সার্জন আক্রান্ত

বান্দরবানের সিভিল সার্জন অংসুইপ্রু মারমার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 08:04 AM
Updated : 8 July 2020, 08:04 AM

মঙ্গলবার রাতে এই প্রতিবেদন পাওয়া গেছে বলে বান্দরবান সদর হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের প্রধান চিকিৎসক প্রত্যুষ পাল ত্রিপুরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষয় আরও ২১ জনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার প্রতিবেদন পাওয়া গেছে মঙ্গলবার রাতে। তাদের মধ্যে সিভিল সার্জনও রয়েছেন।

সিভিল সার্জন করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। পজেটিভ আসার পর এখন হোম আইসোলেশনে আছেন। তার সর্দি ও কাশি ছাড়া অন্য কোনো সমস্যা নেই বলে জানান চিকিৎসক প্রত্যুষ পাল।

তিনি বলেন, এ জেলায় এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৯ জনে। তাদের মধ্যে ১২২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন দুইজন।

বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভাকে রেড জোন হিসেবে ২১ দিনের জন্য অবরুদ্ধ করা হয়েছে গত ২৫ জুন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্কিক) মো. শামীম হোসেন।