গাজীপুরে চোরাই মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার

গাজীপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 01:59 PM
Updated : 7 July 2020, 01:59 PM

মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন গাজীপুর মহানগরীর সদর থানার ভাওরাইদের শাহরিয়ার ওরফে শিপন (২৩), জামালপুর সদর উপজেলার নুরুল ইসলাম (২৮) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকার মেহেদী হাসান (২২)।

গাজীপুর সিআইডির এএসপি এনায়েত করিম রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সোমবার রাতে গাজীপুর সদর থানাধীন মাস্টার বাড়ি এলাকার মলি পেট্রোল পাম্পের পাশে কয়েকজন চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। রাত ৯টার দিকে সেখানে অভিযান চালান তারা।

এ সময় শাহরিয়ার ও মেহেদীকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা দুইটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেল তাদের চোর সিন্ডিকেটের মূল হোতা মহানগরীর জরুন এলাকা থেকে নুরুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপরে মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর থানায় মামলা হয়েছে। আটকরা মোটরসাইকেল দুইটি নিজেদের দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

গাজীপুরের বিশেষ পুলিশ সুপার মো. শামসুল আলম বলেন, গাজীপুরে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে অভিযান অব্যহত থাকবে।