রংপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

রংপুরে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2020, 04:14 PM
Updated : 6 July 2020, 04:14 PM

সোমবার দুপুর ১২টার দিকে নগরীর ধাপ এলাকার হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভুয়া চিকিৎসক মোতালেপ সরকার রিপন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল জেহাদী, সেন্টারের ম্যানেজার তৌহিদ হোসেন ও চিকিৎসকের সহকারী রাফিউর রহমান রাফি। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোথয়ালী মেট্রোপলিটন থানার ওসি আব্দর রসিদ জানান, নগরীর ধাপ এলাকায় অভিযান চালিয়ে দুপুর ১২টায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

“নেমপ্লেট ও এমবিবিএস এফসিপিএস লেখা প্রেসক্রিপশন প্যাড উদ্ধার করা হয়।”

রংপুর জেলার সিভিল সার্জন ডাক্তার হিরোম্ব কুমার রায় বলেন, হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে কোনো রেজিস্ট্রেশন আমার জানা নেই।

তিনি বলেন, ভুয়া ডাক্তারের বিষয়টা নেক্কারজনক। আমরা তদন্ত করব এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলেছিল।