শেরপুরে করোনাভাইরাসে আ.লীগ নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল মারা গেছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2020, 10:22 AM
Updated : 6 July 2020, 01:37 PM

ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে ৬৭ বছর বয়সী আব্দুল হালিমের মৃত্যু হয় বলে নালতাবাড়ী থানার ওসি বশির আহমেদ বাদল জানান।

তার ছেলে ইয়াসির আরাফাত প্রান্তিক বলেন, গত ২৫ জুন নমুনা পরীক্ষায় তার বাবার কভিড-১৯ পজিটিভ ধরা পড়ার পর রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাতে তার মৃত্যু হয়।

জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, আব্দুল হালিম নালিতাবাড়ী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন ছাড়াও তিনি ছিলেন ওই পৌরসভার প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান। এছাড়া তিনি নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ছিলেন। 

আব্দুল হালিম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন । অসম সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত আব্দুল হালিম উকিল ঐতিহাসিক কাটাখালি যুদ্ধে কমান্ডর শহীদ নাজমুলের সহযোদ্ধা ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বলে চন্দন জানান।