কোভিড-১৯: নওগাঁয় উপসর্গ নিয়ে উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. জসিম উদ্দিন মারা গেছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2020, 07:51 AM
Updated : 6 July 2020, 08:14 AM

মান্দা থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মারা যান। 

জসিমের বাড়ি মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে।

মান্দার এ রাজনীতিবীদ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্হায় রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে ওসি জানান।

জসিম উদ্দিন তার রাজনৈতিক জীবনের শুরুতে বেশ কিছুদিন মহাদেবপুর উপজেলার গোপালপুর কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। মৃত্যুর আগে তিনি মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, “জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) জসিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলাম। সেদিন তিনি নমুনা দেননি। এরপর  শনিবার সকাল ৭টার দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

“এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে অক্সিজেন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার সকালে মারা যান।”

তবে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে জানান মশিউর।