কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2020 10:06 AM BdST Updated: 06 Jul 2020 10:08 AM BdST
কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে, যাদের মাদক বিক্রেতা বলছে বিজিবি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা-অস্ত্র।
রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং নানির বাড়ি এলাকার নাফ নদীর তীরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান।
নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের ২/ই এর বাসিন্দা মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ আলম (২৬) ও বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কে/৩ ব্লকের বাসিন্দা মো. এরশাদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৪)।
বিজিবি বলছে, নিহতরা মাদক পাচারকারি। তাদের সঙ্গে থাকা আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত হওয়া গেছে।
ফয়সল বলেন, ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে নদী সাঁতরিয়ে ২/৩ জন লোককে তীরে উঠতে দেখে বিজিবি তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা তীরে উঠে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
“বিজিবি সদস্যদরা এ সময় ওই মাদক পাচারকারিদের ধাওয়া দিলে তারা গুলি ছোড়ে এবং বাহিনীর ২ সদস্য আহত হন। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের তাদের মৃত ঘোষণা করেন।”
এছাড়া ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা, ১টি চাইনিজ পিস্তল ও ২ টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
-
সিরাজগঞ্জে সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
-
দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
-
পৌর নির্বাচন: গাইবান্ধায় ‘পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন’
-
খুলনায় জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা
-
ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
-
মনোহরদীতে মেয়র পদে সুজন পুনর্নির্বাচিত
-
বেসরকারিভাবে সরকারের আগে টিকা নয়: স্বাস্থ্যসচিব
-
কুষ্টিয়ায় কেন্দ্রের পাশে ভোটারদের জন্য রান্না হল বিরানি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- ‘মুরগির কলিজা দিয়ে ক্রিকেট হয় না’, মিসবাহর দল নিয়ে আফ্রিদি
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
- কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী কমল, মৃত্যু বাড়ল
- তামিম-সাকিবের ব্যাটে রান
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- হোয়াটসঅ্যাপ বিমুখদের ভিড়ে বসে গেল সিগনাল
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের