ঝিনাইদহে সরকারি ওষুধ উদ্ধার, আটক ১

ঝিনাইদহে এক বাড়ি থেকে সরকারি বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধসহ ভারতীয় অবৈধ ওষুধ উদ্ধার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 12:49 PM
Updated : 5 July 2020, 12:49 PM

রোববার দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার এক বাড়িতে অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধারের সময় একজনকে আটক করা হয়।

আটক দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে।

র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার এক বাসায় সরকারি হাসপাতালে সরবরাহ করা বিক্রয় নিষিদ্ধ এবং আমদানি নিষিদ্ধ ওষুধ মজুদ করা রয়েছে বলে খবর পায়। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

“বাড়িটিতে তল্লাশি করে ১৪ কার্টন ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।”

র‌্যাব জানায়, ঢাকার মিটফোর্ড এলাকা থেকে সরকারি হাসপাতালে সরবরাহ করা বিক্রি নিষিদ্ধ ওষুধ ঝিনাইদহে আনা হয়েছে। তাছাড়াও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ অবৈধভাবে মজুত করা হয়েছে। এসব ওষুধ ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয় বলে আটক ব্যক্তি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের এ ওষুধ উদ্ধারের ঘটনায় জেলার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।