কোভিড-১৯ সংক্রমণে মুক্তিযোদ্ধার মৃত্যু নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 11:40 AM
Updated : 5 July 2020, 11:40 AM

শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুক্তিযোদ্ধা ফজলুল হক খোকন (৬৮) নারায়ণগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন।

রোববার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের মাসদাইর পৌর কবরস্থানে স্বেচ্ছাসেবী সংগঠন সিটি কাউন্সিলর মাকসুদুল আলমের দল তার লাশ দাফন করেছে।

জানাজার আগে বিউগলের করুণ সুরের মধ্যে তাকে সালাম প্রদর্শন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাস হোসেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম বলেন, তার বন্ধু ফজলুল হক খোকন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ২০ দিন আগে তিনি আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে ৩শ শয্যা করোনা হাসপাতাল ভর্তি হন। পরবর্তীতে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াত মুক্তিযোদ্ধা ফজলুল হক খোকন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার ও  সঙ্গীত পরিচালক ছিলেন বলে জানান হাফিজুল।