সুন্দরবনে পুলিশের নিরাপত্তা মহড়া

সুন্দরবনে দস্যুতা প্রতিরোধ, অপরাধ দমন ও সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশে পুলিশ সশস্ত্র মহড়া দিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 09:40 AM
Updated : 5 July 2020, 09:40 AM

জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ থেকে দোবেকি পয়েন্ট পর্যন্ত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই মহড়া হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শ্যামনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা এতে নেতৃত্ব দেন।

পুলিশ সুপার বলেন, সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। সুন্দরবনের ঐতিহ্য রক্ষার পাশাপাশি নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

“সুন্দরবনের সম্পদ পাচার বা বনদস্যুতার চেষ্টা করলে তাদের শক্তভাবে দমন করা হবে। অপরাধ চক্র যত শক্তিশালী তাদের থেকে ঢের শক্তিশালী পুলিশ বাহিনী। যেকোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সহিষ্ণুতাশূন্য অবস্থানে রয়েছে পুলিশ।”
মহড়ায় গোয়েন্দা পুলিশের চৌকস দল, শ্যামনগর থানার পুলিশ ও জেলা পুলিশের বিশেষ দল অংশ নিয়েছে বলে পুলিশ সুপার জানান।