গাজীপুরে ‘রেড জোনে সংক্রমণের হার কমেছে’

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেড জোন ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি নেওয়ায় সংক্রমণের হার কমেছে বলে জানাচ্ছে প্রশাসন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2020, 05:21 PM
Updated : 3 July 2020, 06:07 PM

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে’রেড জোন’ ঘোষণা করে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

পৌরসভার  ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে এই রেড জোন’ করা হয়।

কালীগঞ্জ ইউএনও শিবলী সাদিক বলেন, “পরিসংখ্যানে দেখা গেছে রেড জোন ঘোষণার শুরুতে ওই তিনটি ওয়ার্ডে সংক্রমণের হার ছিল ১৭ শতাংশ।  আর বর্তমানে তা কমে হয়েছে ৩ শতাংশ।”

রেড জোন ঘোষণার কারণেই সংক্রমণের হার নেমেছে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, এ তিনটি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার বাসিন্দা রয়েছে। এখানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪১ জনের। মারা গেছে ৩ জন. সুস্থ হয়েছে ৫ জন এবং আইসোলেশনে আছে ৩৩ জন।

গাজীপুর জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে টেস্ট কেইস হিসেবে কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডে ১৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত রেড জোন হিসেবে চিহ্নিত করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

“এতে ওই এলাকায় করোনা সংক্রমণ রোধে ভালো ফল পাওয়া গেছে।”

রেড জোন হিসেবে ওই এলাকার জন্য সময় বাড়ানো হবে কি-না এবং জেলার আরো কোনো এলাকাকে রেড জোন চিহ্নিত করা হবে কি-না তা দ্রুত বৈঠক করে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কমিটি বলে জানান তিনি।