গাজীপুরে ১৪ দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

ছাঁটাই বন্ধসহ ১৪ দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোশাক শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2020, 11:23 AM
Updated : 3 July 2020, 11:23 AM

শুক্রবার সকালে বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন কারখানার কয়েকশ শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদ, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন গাজীপুরের সভাপতি শহিদুল ইসলাম কর্মসূচিতে বক্তব্য দেন।

আসাদুল ইসলাম মাসুদ বলেন, শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা, বকেয়া মজুরি বেতমন ও ঈদ বোনাস পরিশোধসহ ১৪ দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

তারা দ্রুত তাদের এসব দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ছাঁটাই বন্ধসহ বেশ কিছু দাবিতে কয়েক শত শ্রমিক শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বোর্ড বাজার এলাকায় মানববন্ধন করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করে ফিরে গেছেন।