করোনাভাইরাস: নেত্রকোণায় ভূমি অফিসের কর্মীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নেত্রকোণার মদন উপজেলা ভূমি অফিসের এক কর্মীর মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2020, 07:33 AM
Updated : 3 July 2020, 07:33 AM

মদন উপজেলা ভূমি কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, করোনাভাইরাসে  আক্রান্তের পর বাড়িতে চিকিৎসাধীন থাকা উপজেলা ভূমি অফিস সহকারী গোলাম রব্বানী বৃহস্পতিবার গভীর রাতে মারা যান।

তিনি জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামের কাঁলাচান মিয়ার ছেলে।

আতিকুল বলেন, গত ২২ জুন গোলাম রব্বানীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ময়মনসিংহ পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফলে ২৭ জুন তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বালিজুরা গ্রামের শ্বশুরবাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে গোলাম রব্বানীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে বাসা থেকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে।

এ নিয়ে জেলায় মৃত্যু বেড়ে চারজনে দাঁড়াল জানিয়ে তাজুল বলেন, এ পর্যন্ত ৬ হাজার ৯৮৯টি নমুনা সংগ্রহের বিপরীতে ৬ হাজার ৮৯৩ টি পরীক্ষা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন মোট ৫৩৮ জন।