কোভিড-১৯: চাঁদপুরে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2020, 05:41 AM
Updated : 3 July 2020, 05:41 AM

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল শুক্রবার এ কথা জানান।

মৃতরা হলেন- ফরিদগঞ্জের সুবিদপর ইউনিয়নের নূরুল ইসলাম মিয়াজি (৭১) ও একই উপজেলার গল্লাক বাজারের আবু তাহের (৬০)।

সুজাউদ্দৌলা বলেন, জ্বর-সর্দি ও কাশি নিয়ে বৃহস্পতিবার নুরুল ও তাহের হাসপাতালে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শক্রবার সকালে তাদের মৃত্যু হয়।

মৃত দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হবেলে জানান তিনি।

এদিকে সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এর মধ্যে সদরে ৩২ জন, হাইমচরে ২ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জের ৯ জন ও হাজীগঞ্জে ৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৯৭২ জন আক্রান্ত হয়েছেন এবং ৬০ জনের মৃত্যু হয়েছে।