ছেলেসহ চারজনের পজিটিভ, মৃত্যু হল ‘নেগেটিভ’ বৃদ্ধা মায়ের

নাটোরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 03:12 PM
Updated : 2 July 2020, 03:12 PM

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কাপুরিয়াপট্টি থেকে ‘হাসপাতালে নেওয়ার পথে’ তিনি মারা যান।

প্রয়াত বৃদ্ধা শ্বাসকষ্টে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে বৃদ্ধা মহিলা উচ্চ ডায়াবেটিসে ভুগছিলেন বলে প্রয়াতের জামাই জানিয়েছেন।

“হঠাৎ তার ব্যাংক কর্মকর্তা ছেলের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। কদিন পরে তার ওই ছেলের বউ, এক ভাতিজা ও এক নাতি করোনা আক্রান্ত হন। এ সময় ওই বৃদ্ধার ফলাফল ‘নেগেটিভ’ আসে।

“তবে কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।”

মৃত্যুর খবর পেয়ে স্থানীয় প্রশাসন রাজশাহী থেকে স্বেচ্ছাসেবক এনে ওই বৃদ্ধার সৎকার করিয়েছে।

দুই সপ্তাহ আগেই ওই বৃদ্ধার বাড়ি লকডাউন করা হয়েছিল উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “তবে পরিবারের সদস্যরা লকডাউনের রীতিনীতি মানেন না। তাদের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করার অভিযোগ রয়েছে।”

তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন প্রয়াতের ছেলে।

তিনি জানান, তার মায়ের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাতে করোনা ‘নেগেটিভ’  এসেছিল।