লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

লালমনিরহাটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়ছেন আরও দুজন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 09:38 AM
Updated : 2 July 2020, 11:20 AM

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ও হাতীবান্ধা উপজেলার র্পূব বেজগ্রামে বৃহস্পতবিার ভোর থেকে সকাল ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ র্কমর্কতারা জানান।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের খন্দকার আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও ওই গ্রামের জহিরউদ্দিনের ছেলে।

রাকিব হোসেন (২৪) এবং হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামের রমজান আলীর ছেলে মন্টু ও ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে আতিয়ার রহমান আতি (৩৮)।

নিহতদের পরিবারের বরাতে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, “ভোর ৫টার দিকে কয়েকজন দহগ্রামের শাকোয়া নদীতে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে জাহিদুল ও রাকিব ঘটনাস্থলে নিহত এবং আরও দুজন আহত হন।”

এদিকে সকাল ১০টার দিকে পূর্ব বেজগ্রামের মন্টু ও আতিয়ার কালীবাড়ির দোলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন বলে হাতীবান্ধার থানার ওসি ওমর ফারুক জানান।