করোনাভাইরাস: গোপালগঞ্জে একজনের মৃত্যু

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 08:23 AM
Updated : 2 July 2020, 08:23 AM

বৃহস্পতিবার ভোর ৩টার দিকে শহরের মৌলভীপাড়ার বাড়িতে মো. লুৎফর রহমান খান (৭৫) নামের ওই ব্যক্তি মারা যান।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন বলে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান।

কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি প্রশিক্ষিত দল মো. লুৎফরের লাশ দাফন করে। লুৎফরের বাড়ি অবরুদ্ধ করা হয়েছে এবং

পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলায় দুজনের মৃত্যুর খবর জানান সিভিল সার্জন।

এরা হলেন- উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোতালেব (৬৮) ও চরমানিকদহ গ্রামের দীপঙ্কর (৩৪)।

নিয়াজ বলেন, গোপালগঞ্জ জেনারেল হাসপতালের করোনাভাইরাসের উপসর্গ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টায় মোতালেব ও সকাল সাড়ে ৭টায় দীপঙ্করর মারা যান। তাদের মধ্যে ১ জনের নমুনা গতকাল বুধবার সংগ্রহ করে পাঠানো হয়েছে। অপর জনের নমুনা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে।

এ ছাড়া ওই দুজনের বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।