করোনাভাইরাস: যশোরে নতুন শনাক্ত ৬০, জেলায় ৭০২

যশোরে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা সাত‘শ ছাড়িয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 07:18 AM
Updated : 2 July 2020, 07:18 AM

বৃহস্পতিবার সকালে জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন এ কথা জানান।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের মুখপাত্র ড. শিরিন নিগার বলেন, গত ২৪ ঘণ্টায় তাদের ল্যাবরেটরিতে জেলার ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের শনাক্ত হয়। যশোরের এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০২ জনে দাঁড়াল।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬০ জন শনাক্ত হয়েছেন। ল্যাবরেটরি থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী পজেটিভ ৬২ নমুনার মধ্যে দুটি পুরানো রোগীর। বাকিরা নতুন আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭০২ জনে দাঁড়াল।

এছাড়া আক্রান্তদের মধ্যে ১৯২ জন সুস্থ হয়েছেন এবং ১৩ জন মারা গেছেন বলে জানান তিনি।