পটুয়াখালীতে ব্যবসায়ীকে ‘কুপিয়ে হত্যা’

পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীতে এক জুতা ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানায়।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 06:08 AM
Updated : 2 July 2020, 06:08 AM

সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মিঠাপুর গ্রামের একটি পরিত্যক্ত স্থান থেকে মামুন হাওলাদার (৩৮) নামে ওই ব্যবসায়ীর লাশ তারা উদ্ধার করেন।

মামুন ওই গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।তিনি শহরের নিউ মার্কেটের ‘নাজ সুজ’ নামে একটি দোকানের মালিক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “বুধবার সন্ধ্যায় বাসায় ফেরার পর মোবাইল ফোনে একটি কল আসে মামুনের।এরপর তিনি কথা বলে বাইরে বের হয়ে যান।দীর্ঘ সময় পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে মোবাইল ফোনে তাকে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে রাতভর অনেক খোঁজাখুজি করেও মামুনের আর কোনো হদিস পাওয়া যায়নি।”

ভোরে এলাকাবাসী মামুনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান মোর্শেদ।

এ পুলিশ কর্মকর্তা বলেন, “মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতার জেরে কোন প্রতিপক্ষ বুধবার গভীর রাতের যে কোন সময় তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।