করোনাভাইরাস: রাজশাহীতে এসআইয়ের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 11:40 AM
Updated : 1 July 2020, 11:40 AM

বুধবার বেলা ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আবুল কালাম আজাদ (৩৪) নামে এই পুলিশ সদস্য মারা যান।

তিনি রাজশাহী আদালতে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বণিকপাড়া গ্রামে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসার পর গত ২৪ জুন তাকে রাজশাহী বিভাগীয় হাসপাতাল থেকে তাদের হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বেলা ১টার দিকে তিনি মারা যান।

গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে বলে জানান রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।

এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই হাসপাতালে বুধবার দুইজনের মৃত্যু হয়েছে বলে সাইফুল ফেরদৌস জানান।

রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক বলেন, রাজশাহীতে নতুন করে আরও ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ জন চিকিৎসকসহ ৪১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এই নিয়ে জেলায় মোট ৬৭৯ জন আক্রান্ত হলেন জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে রাজশাহী শহরে সবচেয়ে বেশি ৪৫৫ জন। মঙ্গলবার পর্যন্ত জেলায় নয়জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ১১৪ জন। অন্যরা চিকিৎসাধীন।