করোনাভাইরাস: রাঙামাটিতে দুইজনের মৃত্যু

পার্বত্য জেলা রাঙামাটিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 08:29 PM
Updated : 30 June 2020, 08:29 PM

মঙ্গলবার রাতে তারা মারা যান। রাত ৮টার দিকে মারা যান রাঙামাটি আওয়ামী লীগের সক্রিয় কর্মী সুরত আলী। অপরজন লংগদু উপজেলার ভাইবোনছড়ার বাসিন্দা।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, সুরত আলী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাঙামাটির চম্পকনগরের আইসোলেশন সেন্টারে ছিলেন।

“তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার আমরা তাকে চট্টগ্রামে রেফার করেছিলাম। তার অবস্থা ভালো ছিল না। তিনি তীব্র শ্বাসকষ্টসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। কিন্তু চট্টগ্রামে না গিয়ে তিনি বাসায় চলে গেছেন বলে জেনেছি। সেখানেই সন্ধ্যায় মারা যান তিনি।”

মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার রাতে লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, গত শুক্রবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। এ সময় তার শারীরিক অবস্থা খারাপ ছিল।

“আমরা এলাকাবাসী মিলে ওনার পরিবারকে কোয়ারেন্টিনে থাকতে বলেছি এবং প্রয়াতের দোকান বন্ধ রাখা হয়।”

 গত রোববার তিনি বেশি অসুস্থ হলে তাকে রাবেতা হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাত ৭টায় তিনি মারা যান বলেন তিনি।

রাবেতা হাসপাতালের চিকিৎসক ডা. আবু তালহা জানান, গত রোববার প্রচণ্ড জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধা তার ছেলের সাথে হাসপাতালে আসেন।

“আমরা তাকে স্বাস্থ্যবিধি মেনেই চিকিৎসা দিয়েছি। তবে তার শারীরিক অবস্থা করোনা উপসর্গের সাথে মিল ছিল।”