কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কুড়িগ্রামে তিন দিনে বন্যার পানিতে ডুবে মারা গেছে তিনটি শিশু।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 02:19 PM
Updated : 30 June 2020, 02:19 PM

মঙ্গলবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান শান্ত, বেলাল ও মোস্তাকিম নামের এ শিশুদের মৃত্যুর কথা জানিয়েছেন।

প্রয়াত শিশুরা হচ্ছে জেলার উলিপুর উপজেলার দুর্গাপুরের জানজায়গির গ্রামের সাইফুল ইসলামের ছেলে ১৪ মাস বয়সী মোস্তাকিম, নাগেশ্বরী উপজেলার নারায়লপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আমীর হোসেনের ছেলে বেলাল হোসেন (৮) এবং চিলমারী উপজেলার সদর ইউনিয়নের কড়াইবরিশাল গ্রামের জাহেদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (৭)।

ডা. হাবিবুর জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের ঘরে বন্যার পানিতে পড়ে মারা যায় ১৪ মাস বয়সী মোস্তাকিম।

গত সোমবার বিকালে তাদের বাড়ির কাছের রাস্তার পাশের গর্তে পড়ে ডুবে মারা যায় বেলাল বলে জানান তিনি।

“এছাড়া গত রোববার শান্ত ইসলাম কলার ভেলায় করে ঘুরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।”

এ জেলার নদ-নদীর পানি সামান্য কমলেও ধরলা, দুধকুমর ও ব্রহ্মপুত্র নদের পানি গত পাঁচ দিন ধরে বিপদ-সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।