কারোনাভাইরাস: ফরিদপুরে প্রথম পুলিশের মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত প্রথম কোনো পুলিশ সদস্যের মৃত্যু খবর পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 12:02 PM
Updated : 30 June 2020, 12:02 PM

মঙ্গলবার ভোররাতে ঢাকার তেজগাঁ ইন পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রয়াত মো. হাফিজুর রহমান (৫৩) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের রজব আলী মোল্লার ছেলে। তিনি ফরিদপুর সদর কোর্টে পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, এ পর্যন্ত জেলায় ১৩২ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একমাত্র হাফিজুর মারা গেছেন।

পুলিশ জানায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২৫ জুন নমুনা দেন হাফিজুর। ২৮ জুন তার এ রোগ শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাতে তাকে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তেজগাঁ ইন পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে মারা যান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাষিয়ারা গ্রামের পারিবারিক কবরস্থানে স্বাস্থ্য বিধি মেনে তার দাফন হওয়ার কথা রয়েছে।

এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন হাফিজুর।