নোয়াখালীতে নৌকা ডুবে জেলের মৃত্যু, একজন নিখোঁজ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাছধরা নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও একজন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2020, 10:36 AM
Updated : 30 June 2020, 10:36 AM

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, মঙ্গলবার সকালে নিঝুপ দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ক্যাডারচর সংলগ্ন মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় নৌকাডুবে মো. বেছুন (২৩) নামে এই তরুণ মারা যান।

বেছুন উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের গোলাম মাওলার ছেলে।

নিখোঁজ সোহাগ (১৫) একই এলাকার জাবের হোসেনের ছেলে।

ওসি খায়ের বলেন, সোমবার রাতে একটি নৌকা নিয়ে ১৩ জেলে মাছ ধরতে যান। ভোরের দিকে ভাটার সময় নৌকা নোঙ্গর করে তারা ঘুমিয়ে পড়েন। জোয়ারের সময় নৌকাটি উল্টে ডুবে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় ১১ জন তীরে উঠতে পারলেও বেছুন ও সোহাগ নিখোঁজ হন।

পরে জেলেরা বেছুনের মরদেহ উদ্ধার করে। নৌপুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা নিখোঁজ জেলে সোহাগকে উদ্ধারের চেষ্টা করছে বলে জানান ওসি খায়ের।