সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত: ২ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয়কে কুপিয়ে আহত করার অভিযোগে একই কমিটির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 08:42 AM
Updated : 29 June 2020, 09:56 AM

এরা হলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ জিহাদ ও আল আমিন।

রোববার রাতে এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ বলেন, দলীয় শৃংখলা-ভঙ্গের অভিযোগে শিহাব ও আল আমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।

আহত এনামুল হক বিজয় কামারখন্দের জামতৈল হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

ছাত্রলীগ আয়োজিত সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের জন্য ‘দোয়া মাহফিলে’ যোগ দিতে যাওয়ার পথে গত শুক্রবার বিকালে শহরের বাজার স্টেশন এলাকায় হামলার শিকার হন তিনি। আহত বিজয়কে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তার শরিীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় আহত বিজয়ের বড় ভাই রুবেল বাদী হয়ে ছাত্রলীগের ৫ নেতাকমীর বিরুদ্ধে শনিবার রাতে সদর থানায় মামলা করেন।

আব্দুল্লাহ বিন আহম্মেদ বলেন, বহিষ্কৃতরা ওই মামলার প্রধান আসামি। আর বাকি আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, সাগর ও  জাহিদুল ইসলাম।  

বিজয় বর্তমানে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ ছাত্রলীগ নেতা।