কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই, চালককে গলা কেটে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা, যারা তার অটোরিকশা নিয়ে গেছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 08:43 PM
Updated : 28 June 2020, 08:43 PM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, উপজেলার রাজবাড়ি এলাকার একটি সবজি ক্ষেত থেকে রোববার ওই অটোরিকশা চালকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মকবুল হোসেন (৩৩) কুড়িগ্রামের রাজীবপুর গ্রামের কাদের মিয়ার ছেলে। কেরানীগঞ্জ মডেল থানার পাঁচদোনা এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন তিনি।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরের খাবার খেয়ে অটোরিকশা চালাতে বের হয়ে নিখোঁজ হন মকবুল।

ওসি বলেন, রোববার সকালে ওই এলাকায় একটি সবজি খেতে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধারের পর নিহতের স্বজনরা গিয়ে শনাক্ত করলে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

“ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা মকবুলকে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে,” বলেন ওসি শাহ জামান।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা ও তদন্ত চলছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।