প্রধানমন্ত্রীর ঈদ উপহার: গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাওয়া অসহায়দের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগে গাইবান্ধার এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 03:33 PM
Updated : 28 June 2020, 03:33 PM

রোববার এ সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জেলায় পৌঁছায়।

বরখাস্ত আরিফুর রহমান চৌধুরী শামীম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

রোববার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবী নেওয়াজ জানান, এ প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ গত ২৪ জুন স্বাক্ষর করেন।

বিষয়টি আরিফুর রহমানকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে আরিফুর রহমান পরিষদের আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তার স্থলে পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম পরিচালনা করবেন।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া টাকার উপকারভোগীদের কাছ থেকে আরিফুর রহমান ৪০০/৫০০ টাকা আদায় করেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় সরকারের গাইবান্ধার উপ-পরিচালক রোখছানা বেগম সরেজমিনে ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে কথা বলে এসবের সত্যতা পান বলে জানান তিনি।