আশুলিয়ায় পোশাক শ্রমিকের পুকুরে ভাসমান লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় এক পুকুর থেকে ভাসমান অবস্থায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 01:27 PM
Updated : 28 June 2020, 01:27 PM

রোববার বিকালে আশুলিয়ার ধলপুর হাবুডাঙ্গা হ্যাচারির মোড় এলাকার এক পুকুরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী।

প্রতীকী ছবি

প্রয়াত রেবেকা আক্তার (৩৩) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের নবু শেখের মেয়ে। তিনি আশুলিয়ায় ডেকো নামের এক পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের স্বামী মফিজুল ইসলামের বাড়ি রংপুর জেলায়। ঘটনার পর থেকে মফিজুল পলাতক রয়েছে। এ দম্পতির মুন্নী আক্তার নামে ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের মেয়ে মুন্নী আক্তারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, তার বাবা মফিজুল ফেরি করে লুঙ্গি বিক্রি করতেন। তিনি ঢাকার মিরপুরে থাকতেন। আশুলিয়ায় তেমন একটা আসতেন না।

“এক সপ্তাহ আগে রেবেকা মিরপুর থেকে মফিজুলকে ধলপুর হাবুডাঙ্গা হ্যাচারির মোড়ে ডেকে আনেন। পরে তার বাবা-মার মধ্যে ঝগড়া হলে মফিজুল আবার চলে যান।”

শনিবার রাত ৯টার দিকে রেবেকা মফিজুলের সঙ্গে দেখার করার কথা বলে আবার বাইরে গিয়ে আর ফেরেননি রেবেকা বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা আরও জনান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ধলপুরের এক পুকুরে রেবেকার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 “তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী মফিজুল পলাতক রয়েছেন। প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে “

ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।