পটুয়াখালীতে খুন-ধর্ষণ-অস্ত্র-চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

হত্যা, ধর্ষণ, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৪টি মামলার আসামিকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 01:16 PM
Updated : 28 June 2020, 01:16 PM

রোববার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে আসামির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার মো. রিপন শরিফ (৩২) ‘জেলার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী’। লেবুখালীর ২ নম্বর ওয়ার্ডে তার বাড়ি।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে একটি দল হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজি মামলার শীর্ষ সন্ত্রাসী মো রিপন শরিফকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির ঘরে তল্লাশি চালিয়ে দুইটি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি ও ৫৩টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

“রিপন শরিফের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।”

আসামিকে পটুয়াখালী দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ  ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছিল।