মাশরাফির মেডিকেল টিমের চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত

করোনাভাইরাস চিকিৎসায় মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ মেডিকেল টিমের এক চিকিৎসক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 11:45 AM
Updated : 28 June 2020, 01:23 PM

আক্রান্ত ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ (২৮) নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে নড়াইলের সিভিল সার্জন আবদুল মোমেন জানান।

জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেও করোনাভাইরাস আক্রান্ত। তিনি এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম বলেন, গত ৫ এপ্রিল থেকে ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ, তার স্ত্রী ডা. স্মৃতি কনা বিশ্বাসসহ বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ মেডিকেল টিম থেকে জেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস আক্রান্তদের স্বাস্থ্যসেবা দিচ্ছিলেন।

তিনি বলেন, নড়াইল ডায়াবেটিক সমিতির চিকিৎসক দ্বীপ বিশ্বাস সুদীপ করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। তিনি ভালো আছেন এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

“তার স্ত্রী স্মৃতি কনা বিশ্বাসের নমুনা পরীক্ষার ফল এখনও আসেনি। তিনি বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।”

নড়াইলের সিভিল সার্জন আবদুল মোমেন জানান, নড়াইল জেলায় এ পর্যন্ত ১৮ জন পুলিশ সদস্য ও নয় জন চিকিৎসকসহ সর্বমোট ১৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আট চিকিৎসকসহ ৪৬ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং সাত জন মারা গেছেন।