শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে গুলিতে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 06:45 PM
Updated : 27 June 2020, 06:45 PM

শনিবার সন্ধ্যায় উপজেলার সেনেরচর ইউনিয়নের চর ধীপুর সাকিমালী মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ মাদবর (১৮) মাদবর কান্দি গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন আবুল বাশার বেপারী (২০), ৮ নম্বর ওয়ার্ড সদস্য রাজ্জাক মাদবর (২৮), সিমা আক্তার (২৫), তানজিল মাদবর (২৮), দেলোয়ার মাদবর (২৬), আশা মাদবর (৩৮), ইয়ার হোসেন।

এদের মধ্যে আবুল বাশার বেপারী, তানজিল মাদবর ও দেলোয়ার মাদবরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা জানান।

বাকিদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

জাজিরা থানার ওসি আজাহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মন্টু বেপারীর সঙ্গে এমদাদ মাদবর ও করিম মাষ্টার সমর্থকদের মধ্যে দীঘদিন ধরে বিরোধ চলে আসছে।

“সন্ধ্যায় দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হলে একপক্ষ আরেক পক্ষের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থালে রিয়াজ মাদবর মারা যান।”

এ ব্যাপারে করিম মাষ্টার বলেন, “মন্টু বেপারী ও তার লোকজন আমার সমর্থকদের উপর এলোপাথাড়ি গুলি করেছে। এতে রিয়াজ মাদবর ঘটনাস্থালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আরও ১০/১২ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে।”

এ ব্যাপারে মন্টু বেপারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।