গাইবান্ধায় পিসিআর ল্যাব স্থাপনের দাবি

গাইবান্ধা শহরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনসহ চার দফা দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 02:44 PM
Updated : 27 June 2020, 02:44 PM

এই দাবিতে শনিবার ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন করেছে করোনা প্রতিরোধ ও ত্রাণ কমিটি গাইবান্ধা।

তাদের অপর তিন দাবি হলে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপন, সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা জটিলতা নিরসন ও কিট সংকট দূরীকরণ এবং গাইবান্ধা জেলা প্রশাসক কর্তৃক ত্রাণ বিতরণের শ্বেতপত্র প্রকাশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কর্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম, জেলা সভাপতি প্রনব চৌধুরী, জেলা সদস্য কামরুল ইসলাম, করোনা প্রতিরোধ ও ত্রাণ কমিটি গাইবান্ধার আহ্বায়ক মাসুদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কোনো পিসিআর ল্যাব নেই। ফলে রংপুর মেডিকেল কলেজে নমুনা পাঠাতে হচ্ছে। সেখান থেকে রিপোর্ট আসতে দশ থেকে ১২ দিন সময় লাগছে। এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্তরা খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। ফলে জেলায় সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তাই ২৫ লাখ মানুষের বসবাসের জেলা গাইবান্ধায় দ্রুত পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি জানান তারা।