নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ১১০

নারায়ণগঞ্জে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক জন মারা গেলেন; জেলায় এতে ১১০ জনের মৃত্যু হল।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 11:56 AM
Updated : 26 June 2020, 11:56 AM

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, এ ভাইরাসে নতুন ১৩৭ জন শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯২৫ জনে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিবের দায়িত্বে থাকা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আরো জানান, আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২ হাজার ৪৭১ জন সুস্থও হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১১০ মৃতে মধ্যে সিটি এলাকায় ৬০ জনের, সদর উপজেলায় ২২ জনের, বন্দর উপজেলায় ৩ জনের, আড়াইহাজারে ৪ জনের এবং  সোনারগাঁয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত তিন রোগীর দুজনই ছিল নারায়ণগঞ্জের।

এদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১২ জুন রূপগঞ্জ ইউনিয়নকে শুক্রবার রাত থেকে লকডাউন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।