নড়াইলে লোহাগড়া পৌরসভা অবরুদ্ধ

করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে নড়াইলের লোহাগড়া পৌরসভার অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 09:50 AM
Updated : 26 June 2020, 09:50 AM

শুক্রবার বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিন্ধান্ত কার্যকর থাকবে বলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানান।

তিনি বলেন, লকডাউন চলাকারীন পৌরসভায় শুধু মুদিবাজার, কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি পরিসেবা ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় সাধারণকে বিনা প্রয়োজনে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া এ সময় জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি। 

মুকুল বলেন,  লোহাগড়া উপজেলায় এ পযন্ত ৭৩ জন আক্রান্ত হয়েছে; যার মধ্যে ৪০ জন লোহাগড়া পৌরসভার বাসিন্দা।