করোনাভাইরাস: ফেনীতে উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 09:05 AM
Updated : 26 June 2020, 09:05 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে আবদুল মোমিন পাটোয়ারীর  (৪৪) নামে ওই শিক্ষকের মৃত্যু হয় বলে বাঁশপাড়া ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান জানান।

নিহত আবদুল মোমিন ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা ও ছাগলনাইয়া একাডেমি কিন্ডার গার্টেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক।

মৃতের পরিবারের বরাতে হাবিবুর বলেন, গত কয়েকদিন ধরে করোনাবাইরাসের নানা উপসর্গ নিয়ে আবদুল মোমিন ফেনী শহরের আলকেমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ইসলামী ফাউন্ডেশনের

দল নিয়ম মেনে বিশেষ ব্যবস্থাপনায় ওই শিক্ষকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেছে।