শেরপুরে আ.লীগ নেতাসহ নতুন ১০ জন শনাক্ত

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের এক নেতাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 04:22 AM
Updated : 26 June 2020, 04:22 AM

শুক্রবার সকালে জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানান, আক্রান্ত ওই ১০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

আক্রান্তদের মধ্যে শেরপুর সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহাসহ ৩ জন, নালিতাবাড়ী উপজেলায় নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলসহ ৫ জন, ঝিনাইগাতী উপজেলায় ১ জন ও নকলা উপজেলায় ১ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৭১ টি নমুনা পরীক্ষা শেষে ১০ জনের করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩০ জনে দাঁড়াল।

এছাড়া জেলায় এ পর্যন্ড ৩ হাজার ৪৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ২৩৯ জনের নমুনা পরীক্ষা শেষে মোট ২৩০ জনের আক্রান্তের বিষয়ে জানা গেছে। জেলায় আক্রান্তদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য এবং চিকিৎসক-৯ জন, নার্স-৩ জন, অন্যান্য স্বাস্থ্য কর্মী ৩২জনসহ মোট ৪৪ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ১৩১ জন এবং মারা গেছে ৩ জন।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শেরপুরের আরও ২১৭টি নমুনা আটকে আছে বলেও সিভিল সার্জন জানান।