চুয়াডাঙ্গায় এলাকায় ভীতি তাড়াতে মৃতের নমুনা সংগ্রহ

পেটে ব্যথা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর মারা যাওয়া এক যুবকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 04:19 PM
Updated : 25 June 2020, 04:19 PM

বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়।

প্রয়াত যুবক (২১) আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মারুফ হাসান জানান, পেটে ব্যাথা নিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই মারা যান যুবক।

“তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন বলে এলাকায় গুঞ্জন শুরু হলে আমরা তার নমুনা সংগ্রহ করেছি। নমুনা না নিলে এলাকার মানুষের মনে ভীতি থাকবে। তা দূর হওয়া দরকার।”

আগামী শুক্রবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না বলে জানান তিনি।

স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে।

বুধবার পর্যন্ত চুয়াডাঙ্গায় ১,৮৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে জেলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ২০৩ জন, সুস্থ হয়েছে ১১০ জন এবং মারা গেছে দুই জন।