মৃত্যুর ১২ দিন পর করোনাভাইরাস সংক্রমণের খবর

ফেনীর এক ব্যক্তির মৃত্যুর ১২ দিন পর নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর এসেছে।

নাজমুল হক শামীম ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 11:22 AM
Updated : 25 June 2020, 11:22 AM

বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয় বলে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ জানান।  

বেলায়েত হোসেন (৫৪) নামের ওই ব্যক্তি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল আলম জানান, বেলায়েত হোসেন শ্বাসকষ্ট নিয়ে ঢাকার খিলগাঁওয়ে একটি বাসায় গত ১৩ জুন মারা যান। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে আনলে উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে। পরে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ জানান, মৃত্যুর পর ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে তা পরীক্ষার জন্য নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ৭৮টি করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট পেয়েছে; এর মধ্যে বেলায়েত হোসেনের নাম রয়েছে।”

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। মৃতদের মধ্যে আটজন সোনাগাজীর, তিনজন দাগনভূঞার, দুইজন করে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।