বেনাপোলে বিজিবির গুলিতে একজন আহত

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 07:57 AM
Updated : 25 June 2020, 07:57 AM

বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার ভোরে বেনাপোলের পুটখালি সীমান্তের পিলার ১৭/৭এস-এর ১২২ রেফারেন্স পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে গুলির এ ঘটনা ঘটে।

আহত আল-আমিন (২৮) বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার নূরুল ইসলাম খোকনের ছেলে। বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে মাদকের একটি চালান আনা হবে এমন খবর পেয়ে পুটখালি বিওপির একটি টহল অবস্থান নেয়। এ সময় পিঠে মাদকের বস্তা নিয়ে তিন-চারজনকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা ধারালো হাঁসুয়া দিয়ে অতর্কিতে বিজিবিকে আক্রমণ করার চেষ্টা করে। টহলদল তখন দুই রাউন্ড গুলি চালায়।

পরে সেখান থেকে ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়। আর ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।