লালমনিরহাটের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 06:17 AM
Updated : 25 June 2020, 06:17 AM

বৃহস্পতিবার ভোরে পাটগ্রামের জগৎবেড় ইউনিয়নের ভ্যারভেরিরহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে বলে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত জানান।

নিহত মিজানুর রহমান মিজান (২৫) পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে সীমান্ত পার হয়ে মিজানুরসহ একদল রাখাল গরু আনতে যান। ভোরেই আবার একই এলাকা দিয়ে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের রাণীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন মিজানুর। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মিজানের মরদেহ উদ্ধার করে বলে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত জানান।

ওসি সুমন কুমার বলেন, মিজানের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।