করোনাভাইরাস: রাজশাহী বিভাগে আক্রান্ত ৪ হাজার, মৃত্যু ৬১

রাজশাহী বিভাগের আট জেলায় করোনাভাইরাস সংক্রমণ চার হাজার ছাড়িয়েছে; মৃত্যু হয়েছে ৬১ জনের।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 07:13 PM
Updated : 24 June 2020, 07:13 PM

বুধবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য দিয়েছেন।  

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৮৬ জনের নমুনায় করোনাভা্ইরাস  শনাক্ত হয়েছে; মারা গেছে আরও ছয় জন। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত আরও ৩৬ জন রোগী সুস্থ হয়েছেন।

“নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন, বগুড়ায় ৭৭ জন, সিরাজগঞ্জে ১৯ জন ও পাবনায় ৫৭ জন।”

তবে জয়পুরহাট ও নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানান গোপেন্দ্র নাথ।

ডা. গোপেন্দ্র নাথ আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত চার হাজার ১৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ২৪০৭ জন আক্রান্ত। রাজশাহীতে ৩৩০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৯ জন, নওগাঁয় ২৪০ জন, নাটোরে ১৪৮ জন, জয়পুরহাটে ২৫৫ জন, সিরাজগঞ্জে ২৯৯ জন ও পাবনায় ৩৯৩ জনের শনাক্ত হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ৬১। এর মধ্যে রাজশাহীতে ছয়জন, নওগাঁয় চারজন, নাটোরে একজন, বগুড়ায় ৪২ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজন রয়েছেন।

এখনও জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ছয়জন মারা গেছেন বলেও গোপেন্দ্র নাথ জানান।

তিনি জানান, বিভাগে সুস্থ হয়েছেন ৮২৫ জন; যার মধ্যে রাজশাহীতে ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪ জন, নওগাঁয় ১৯২ জন, নাটোরে ৫৪ জন, জয়পুরহাটে ১৩৬ জন, বগুড়ায় ২৭৪ জন, সিরাজগঞ্জে ১৮ জন ও পাবনায় ৩২ জন রয়েছেন।