৬১ লাখ টাকা ফিরিয়ে দেওয়ার পুরস্কার অটোরিকশা

চাঁদপুরে ৬১ লাখ টাকা ফিরিয়ে দেওয়া সেই অটোরিকশা চালককে একটি নতুন অটোরিকশা পুরস্কার দিয়েছেন টাকার মালিক।

চাঁদপুর প্রতিনিথিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 12:38 PM
Updated : 24 June 2020, 12:38 PM

চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, বুধবার দুপুরে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে এই অটোরিকশা দেওয়া হয়।

টাকার মালিক বিকাশের চাঁদপুর পরিবেশক আলমগীর আলম জুয়েল।

রোববার চাঁদপুরের ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা তুলে কর্মস্থলে ফেরার পথে বিকাশকর্মী মাসুদ ভুল করে টাকার ব্যাগ অটোরিক্শায় ফেলে যান। পরে চালক মো. সজীব পুলিশের মাধ্যমে সেই টাকা ফিরিয়ে দেন।

পরিবেশক আলমগীর বলেন, “অটোরিকশা চালক সজীব সততার পরিচয় দিয়েছেন। তার পুরস্কার হিসেবে তাকে একটি অটোরিকশা পুরস্তার দিয়েছি, যাতে তিনি সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।”

অটোরিকশা পেয়ে খুশি হয়েছেন চাঁদপুর শহরের দিনমজুর দেলোয়ার সরদারের ছেলে মো. সজীব।

সজীব বলেন, “আমি খুব খুশি। আমি কখনও ভাবিনি আমার জীবনে এমন ঘটনা ঘটবে। যার টাকা হারিয়েছিল, তাকে আমি ফিরিয়ে দিতে পেরে আনন্দিত।”

সজীবকে পুরস্কৃত করায় বিকাশ পরিবেশককে ধন্যবাদ দিয়েছেন পুলিশ কর্মকর্তা জাহেদ পারভেজ চৌধুরী।