মেয়াদ ৩ বছর, ২ পেরোতেই বেহাল গাইবান্ধার সড়ক

মেয়াদ তিন বছর হলেও দুই বছরেই বেহাল দশায় পড়েছে গাইবান্ধার ব্যস্ততম গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের দুই কিলোমিটার।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 10:40 AM
Updated : 24 June 2020, 10:40 AM

মেয়াদ শেষ না হওয়ায় এক বছরের মধ্যে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের সম্ভাবনা নেই বলে কর্মকর্তাদের ভাষ্য।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, গোবিন্দগঞ্জ শহরের চারমাথা থেকে পুব দিকে দুই কিলোমিটার সড়ক খনাখন্দে ভরা। বড় বড় গর্ত হয়েছে অনেক জায়গায়। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকে।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক লাখ মানুষ যাতায়াত করে। সড়কটি গোবিন্দগঞ্জ পৌরবাসীসহ উপজেলার শিবপুর, কোচাশহর, মহিমাগঞ্জ ও শালামারা ইউনিয়নের জনসাধারণের উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র উপায়। এই সড়ক দিয়েই জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মানুষ ঢাকাসহ সারাদেশে যাতাযাত করে।

ভাঙা সড়কে রিকশাচালকরা বেকায়দায় আছে বলে জানান গোবিন্দগঞ্জ শহরের পান্তাপাড়া এলাকার আবদুল মজিদ।

তিনি বলেন, “রিকশা চালিয়ে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা আয় করি। কিন্তু রাস্তা ভাঙা থাকায় প্রতিদিন রিকশা নষ্ট হয়। ফলে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা রিকশা মেরামতে চলে যাচ্ছে।”

কিন্তু এক বছরের মধ্যে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের উপায় নেই প্রশাসনের কাছে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির বলেন, “একটি পাকা সড়ক তিন বছর পরপর মেরামত করা হয়। সেই অনুযায়ী বরাদ্দ আসে। কিন্তু গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক নির্মাণের তিন বছর পুর্ণ হয়নি। আগামী জুন মাসের পর নির্মাণের তিন বছর পূর্ণ হবে। তারপর বরাদ্দ পেলে এটি মেরামত করা হবে।”