কোভিড-১৯: রাজশাহী মেডিকেলে এক রাতে ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক রাতে  চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে; যাদের দুইজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল আর দুইজনের ছিল উপসর্গ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 09:13 AM
Updated : 24 June 2020, 09:13 AM

মঙ্গলবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তারা মারা যান বলে হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানিয়েছেন।

তিনি বলেন, চারজনের মধ্যে যে দুইজনের পজিটিভ, তাদের বাড়ি রাজশাহী শহরের হেতেমখাঁ এলাকায়। তাদের একজন ৩২ বছরের নারী আর অন্যজন পাবনা সদর উপজেলার রামনগর গ্রামের ৬০ বছরের এক ব্যক্তি।

ফেরদৌস বলেন, আর উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের একজন পাবনা সদর উপজেলার শালগাড়ি গ্রামের ৬২ বছরের এক ব্যক্তি। অন্যজন হলেন নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের ৭০ বছরের এক নারী। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।

এর আগের দুই দিনে পজিটিভ ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয় বলে তিনি জানান।