কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন; যার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে বলে পুলিশের ভাষ্য।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 07:35 AM
Updated : 24 June 2020, 07:35 AM

নিহত ইমাম হোসেন (৩০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার সুলতান আহমদের ছেলে।

বুধবার ভোরে রঙ্গীখালী এলাকায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানিয়েছেন।

তিনি বলেন, ইয়াবার চালান আসার খবরে পুলিশ তল্লাশি চৌকি বসায়। ভোরের দিকে কক্সবাজারমুখী একটি অটোরিকশাকে পুলিশ থামার নির্দেশ দিলে সেখান থেকে মাদক পাচারকারীরা অতর্কিতে গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে অটোরিকশা থেকে নেমে চারজন পালিয়ে যায়।

“এ সময় তাদের আরেক সঙ্গী ইমাম হোসেন আহত হন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ইয়াবা বহনকারী অটোরিকশায় আগুন ধরিয়ে দিলে পুড়ে দিয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

“নিহত ইমাম হোসেন সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তার মাদকপাচারে জড়িত থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি প্রদীপ।