কোভিড-১৯: শরীয়তপুরে উপসর্গ নিয়ে ব্যাংককর্মীর মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় শরীয়তপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যাংককর্মীর মৃত্যু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 07:26 AM
Updated : 24 June 2020, 07:29 AM

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনির হোসেন খান জানান, উপজেলার চর পালং এলাকায় নিজ বাড়িতে মঙ্গলবার রাত ১১টার দিকে আবু বকর ছিদ্দিকী মারা যান।

৪৫ বছর বয়সী আবু বকর জনতা ব্যাংক শরীয়তপুর শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

মনির বলেন,আবু বক্কর ৭/৮দিন আগে করোনাভাইরাসের উপসর্গ জ্বর-সর্দি, কাশিকে আক্রান্ত হন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে তার শারিরীক অবস্থার অবনতি হয়।

আবু বকরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং তার লাশ ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় সরকারি নীতিমালা অনুসরণ করে দাফনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক।

শরীয়তপুর সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, মারা যাওয়া ব্যক্তির করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার না সংগ্রহ করা হয়েছে।