ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র করোনাভাইরাসে আক্রান্ত

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা ও ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 05:23 PM
Updated : 10 July 2020, 06:59 AM

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ এসেছে।”

পজিটিভ আসা এ রোগীদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এবং পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুও রয়েছেন বলে সিভিল সার্জন জানান।

গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

জেলার সরকারি ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গত সোমবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন মৃধা।

আর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু তার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। এছাড়া পৌর মেয়র শেখ মাহতাব আলীর মেথুর ড্রাইভার আব্দুস সবুরও কোভিড-১৯ আক্রান্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে ১৯ জুন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ এ আক্রান্ত বলে রিপোর্ট আসে।