ফরিদপুরে কোভিড-১৯ আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 05:08 PM
Updated : 23 June 2020, 08:45 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর করোনাভাইরাসের জন্য নির্ধারিত হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই বৃদ্ধ ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের এক গ্রামের বাসিন্দা।

গত ২১ জুন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দেওয়া হয়। ওই দিনই পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।

ওই বৃদ্ধের মেয়ে জানান, তার বাবা গত আট দিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তার ঠান্ডা লাগে। ঠান্ডা কোনভাবেই সারছিল না। এর সাথে পরে দেখা দেয় শ্বাসকষ্ট।

“মঙ্গলবার শ্বাসকষ্ট বেড়ে গেলে বাবাকে বেলা ১১টার দিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে এনে ভর্তি করি।”

জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ জন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা বলেন, রাতে স্বাস্থ্য বিধি মেনে ওই বৃদ্ধর শেষ কৃত্য সম্পন্ন হবে।