করোনাভাইরাস: গাইবান্ধায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

গাইবান্ধায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের সাবেক এক কর্মকর্তা মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 01:36 PM
Updated : 23 June 2020, 01:36 PM

মঙ্গলবার বগুড়া মোহাম্মদ আলী করোনাভাইরাসের ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান।

প্রয়াত পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (৬২) গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওষুধের ব্যবসা করতেন।  তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার দূর্গাপুর এলাকার বাসিন্দা।

তাকে নিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম জানান, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষা করে গত ২০ জুন তার করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর থেকে তিনি বগুড়া মোহাম্মদ আলী করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাসার মোমিন জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে মারা যান ওই প্রবীণ ব্যক্তি।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় মতে তার মরদেহের সৎকার করা হবে।